সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : বাচ্চারা খেলনা নিয়ে বায়না করলে, মায়েদের দেখা যায় কখনও ভুলিয়ে-ভালিয়ে বা কখনও ধমক দিয়ে শান্ত করতে। কিন্তু একজন পূর্ণবয়স্ক মানুষ যদি সিগারেটের জন্য বায়না করেন? তাও আবার মাটি থেকে ৩৮০০০ ফিট উঁচুতে! এমনই ঘটল মিউনিখ থেকে কানাডার ভ্যাঙ্কুবারগামী একটি বিমানে।
সহযাত্রীরা জানিয়েছেন, প্লেনে ওঠার পর থেকেই লোকটি উসখুস উসখুস শুরু করছিলেন। কিন্তু এরকম যে কিছু করতে পারেন, তা তারা ভাবতেও পারেননি। প্লেন তখন মাটি থেকে ৩৮,০০০ ফিট উঁচু দিয়ে উড়ছে। এমন সময় ওই লোকটি লাইটার ধরান। তাকে এসে বাধা দেন কেবিন ক্রুরা। সঙ্গে সঙ্গেই তিনি চিৎকার জুড়ে দেন।
আর এরপরই তিনি কেবিনের দরজা খুলে দাঁড়িয়ে পড়েন! প্রায় ঝাঁপ দিতে যাবেন, এমন সময় কোনোমতে তাকে আটাকানো হয়। তার একটাই দাবি, ‘তাকে সিগারেট খেতে দিতে হবে’। অনেক বুঝিয়েও তাকে ক্ষান্ত করতে ব্যর্থ হন বিমানসেবিকারা। শেষ পর্যন্ত গতিপথ বদল করে জরুরি ভিত্তিতে হামবুর্গে নামানো হয় বিমানটি।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি