সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৫
সুরমা মেইলঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিঙ্গাপুরে সঙ্গীত পরিবেশন করতে যচ্ছেন রুনা লায়লা। ‘রূপসী বাংলা ও আমাদের পূজা’ শিরোনামে এটি আয়োজন করছে সিঙ্গাপুরের বাংলা ইউনিভার্সাল সোসাইটি। উৎসব শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। রুনা লায়লা এতে গান পরিবেশন করবেন ২২ অক্টোবর। তিনি বলেন, ‘অনেক বছর পর সিঙ্গাপুরে যাচ্ছি। পূজা নিয়ে আয়োজকদের ভাবনাটাও বেশ ভালো। অনুষ্ঠানে রূপসী বাংলা আর পূজার সম্মিলন থাকছে। সব মিলিয়ে পুরো আয়োজনটা উপভোগ করব।’ সিঙ্গাপুরের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ৬/এ, বিটি রোডের পূজাবাড়িতে এটি অনুষ্ঠিত হবে। উৎসবের প্রথম দু’দিন গান পরিবেশন করবেন সেরাকণ্ঠ তারকা বৃষ্টি মুৎসুদ্দি। অনুষ্ঠানে অংশ নিতে রুনা আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেবেন। কনসার্ট শেষে তিনি ঢাকায় ফিরবেন ২৩ অথবা ২৪ অক্টোবর।
Design and developed by ওয়েব হোম বিডি