সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে দলের দ্বিতীয় ম্যাচে মাঠে নামেন সাকিব আল হাসান। এই ম্যাচেই অপমানের শিকার হন এবারের সিপিএলে বাংলাদেশের এক মাত্র ক্রিকেটার সাকিব।
সিপিএলে শাহরুখ খানের দলের বিপক্ষে খেলতে নেমে অপমানিত হন তিনি। জ্যামাইকার অধিনায়ক ক্রিস গেইল দলের আরও কয়েকজনের সাথে পরামর্শ করে তাকে এই লজ্জাটা নেন।
টিনবাগো নাইট রাইডার্স ও জ্যামাইকা তালাওয়াসের লড়াইয়ে সাকিব দুই ওভার বল করেন। কোনো উইকেট না পেয়েই ২৬ রান দেন সাকিব। পরে সাকিবের প্রতি রাগ দেখান গেইল।
আর সাকিবের হাতে বল দেননি গেইল। এর আগের ম্যাচে ৩ নম্বরে সাকিবকে ব্যাটিংয়ে নামানো হলেও এবার তাকে ব্যাটেই নামাননি। এভাবে সাকিব আল হাসানকে দেয়া হয় লজ্জা।
প্রথম ম্যাচে একটি উইকেট নিয়ে দলের জয়ে কিছুটা অবদান রাখেন সাকিব। কিন্তু ব্যাট হাতে ১৫ বলে ৭ রান করে হাসির পাত্র হন তিনি। দ্বিতীয় ম্যাচে নিজের বাজে ক্রিকেটের কারণে লজ্জায় লাল হতে হয় সাকিব আল হাসানকে। তবে টানা দ্বিতীয়বারের মত জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস।
Design and developed by ওয়েব হোম বিডি