সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিম নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১০টা পর্যন্ত। এর মধ্যেই অনিবন্ধিত সিমগুলো পুনঃনিবন্ধন করে নিতে হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলই বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। অনিবন্ধিত সিম ১ মে থেকে ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। সিম নিবন্ধনের জন্য মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার ও এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সেবা দেওয়া কেন্দ্রগুলো শনিবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বায়োমেট্রিক পদ্ধতিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৭ কোটি ৭৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে। আশা করছি, নির্ধারিত সময়ে নিবন্ধন শেষ হবে। তবে এক কোটি ২১ লাখ গ্রাহক রেজিস্ট্রেশনের জন্য এসে আঙ্গুলের ছাপ না মেলায় ও জন্ম, তারিখ ভুল হওয়ায় জটিলতায় পড়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী।
Design and developed by ওয়েব হোম বিডি