সিরিয়া সংকট সমাধানে শান্তি প্রস্তাব গ্রহণ করেছেন বিশ্বনেতারা

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫

সিরিয়া সংকট সমাধানে শান্তি প্রস্তাব গ্রহণ করেছেন বিশ্বনেতারা

Syriya

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সংকট সমাধানে সর্বসম্মতভাবে একটি শান্তি প্রস্তাব গ্রহণ করেছেন বিশ্বনেতারা। সিরিয়ার ভবিষ্যৎ প্রশ্নে এখন সেদেশের নাগরিকরাই সিদ্ধান্ত নেবে। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে আগামী ১৮ মাসের মধ্যে একটি মুক্ত এবং নিরপেক্ষ নির্বাচন হবে।  জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদিত ওই প্রস্তাব গ্রহণ করা হয়। খবর-বিবিসি

ওই প্রস্তাবে সিরিয়ার সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে অবিলম্বে তারা সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধ করবে। জানুয়ারিতে উভয়পক্ষকে নিয়ে এ শান্তি আলোচনা শুরু হবে।

আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, এই প্রস্তাব কার্যকর হলে সন্ত্রাসীরা আর সুযোগ নিতে পারবে না এবং রাজনৈতিকভাবেই সিরিয়ায় পরিবর্তন হবে।

এই শান্তি প্রক্রিয়ায় ইসলামিক স্টেট বা তাদের সহযোগী কোনো দল নির্বাচণে অংশ নিতে পারবে না।

সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তার সরকার শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুতি নেবে। কিন্তু বিরোধী দলের পক্ষে কে সরকারের সঙ্গে আলোচনায় আসবে, সেটি তারা আগে জানতে চায়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com