সিরিয়ায় সংঘর্ষ বন্ধে সহযোগিতা করতে প্রস্তুত ইরান ও তুরস্ক

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৬

সিরিয়ায় সংঘর্ষ বন্ধে সহযোগিতা করতে প্রস্তুত ইরান ও তুরস্ক

4bk9acae46c360eurp_800c450-768x432আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় চলমান সংঘর্ষ বন্ধ এবং দেশটিতে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছে ইরান ও তুরস্ক। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একদিনের আঙ্কারা সফরে এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আঙ্কারায় তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তুরস্কের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা জানান। তিনি বলেন, এক্ষেত্রে তেহরানের রাজনৈতিক সদিচ্ছা রয়েছে।

সাক্ষাতে ইলদিরিম বাণিজ্য, জ্বালানী ও পরিবহনসহ বিভিন্ন খাতে ইরানের সঙ্গে সম্পর্কোন্নয়নে তার দেশের আগ্রহের কথা জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার একদিনের আঙ্কারা সফরে বিভিন্ন আঞ্চলিক ইস্যু বিশেষ করে সিরিয়া সংঘর্ষ নিয়ে তার তুর্কি সমকক্ষ মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে কথা বলেন।

এ নিয়ে গত দুই মাসে ইরান ও তুরস্কের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তৃতীয় দফা বৈঠক হলো। সিরিয়ায় চলমান সংকট নিয়ে ইরান ও তুরস্কের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য থাকলেও সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com