সিলিং ফ্যানের কারণেই আত্মহত্যার বাড়ছে

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

সিলিং ফ্যানের কারণেই আত্মহত্যার বাড়ছে

rakhi_108468

বিনোদন ডেস্ক : মেয়েদের ঘরে সিলিং ফ্যান ব্যবহার করা ঠিক নয়। সিলিং ফ্যানের কারণেই আত্মহত্যার প্রবণতা বাড়ছে। তাই আইন করে সিলিং ফ্যান ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সায়ন্ত। টিভি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর একং সংবাদ সম্মেলনে তিনি অদ্ভূত এই উপায়ের কথা জানালেন। সিনেমা এবং টেলিভিশন অভিনেতা-অভিনেত্রীদের মানসিক অবসাদ কাটাতে কাউন্সেলিং করার উদ্যোগ নিয়েছে মুম্বাইয়ের সিনে অ্যান্ড টেলিভিশন আর্টিস্টস অ্যাসোসিয়েশন। কিন্তু এসব উদ্যোগের পরিবর্তে নিজের উদ্ভাবিত উপায়ের কথা জানালেন আইটেম গার্ল রাখি। ভারতীয় এই অভিনেত্রী মনে করেন,  আত্মহত্যা বেড়ে যাওয়ার আসল কালপ্রিট নাকি সিলিং ফ্যান! সংবাদ সম্মেলনে হাতে একটি সিলিং ফ্যান নিয়ে বেশ জোরালো গলায় সিলিং ফ্যানের ব্যবহারের বিরুদ্ধে জোরালো দাবি জানালেন তিনি। কিন্তু ভারতের মত গ্রীষ্মপ্রধান দেশে মানুষ তা হলে কী করবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রাখি জানান, সিলিং ফ্যানের বদলে লোকজনের উচিত বাড়িতে এসি ব্যবহার করা। আর যাদের এসি কেনার সামর্থ্য নেই? এক সাংবাদিকের এই প্রশ্নে তিনি টেবিল ফ্যান ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তার কথায়, নিজের মেয়েকে ভালবাসলে বাড়ি থেকে সিলিং ফ্যান তাড়ান। নিয়ে আসুন এসি বা টেবিল ফ্যান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com