সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা অর্থমন্ত্রীর

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৫

সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা অর্থমন্ত্রীর

Muhith

সুরমা মেইলঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এক বিবৃতিতে তিনি বলেন, আসন্ন ঈদুল আযহা আমি আপনাদের সঙ্গে উদযাপন করতে পারবো না বলে খুবই দুঃখিত। সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে আমি এই সময় বিদেশ থাকবো।ঈদুল আযহা আমাদের ধর্মানুযায়ী বছরের একটি অন্যতম দিন। এই দিন হযরত ইবরাহীম (আ.) আল্লাহর নির্দেশে তার সবচেয়ে প্রিয় মানুষ হযরত ইসমাইল (আ.) কে আল্লাহর নামে উৎসর্গ করার ব্যবস্থা নেন। আল্লাহ তার আনুগত্য ও ত্যাগে সন্তুষ্ট হয়ে নবীর উদ্যোগকে বন্ধ করে দেন। যে ছেলেকে নবী ইবরাহীম (আ.) আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চান সেই ছেলেকে জীবন্ত দেখে নবী আনন্দানুষ্ঠান করেন।
আমরা এই আনন্দানুষ্ঠানকে স্মরণ করে পবিত্র ঈদুল আযহা পালন করি।তাই এই দিনে সকলের কাছে আমার আবেদন হবে যে, আমরা যেন সৎ পথে থাকার প্রতিশ্রুতি করি এবং ত্যাগের আদর্শে উদ্দীপ্ত হতে পারি। আমার আর একটি প্রার্থনা হবে যে, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে দেশের এবং মানুষের জন্য কাজ করবেন যাতে আমরা সামষ্ঠিকভাবে আল্লাহর দেয়া যে সর্বশ্রেষ্ঠ দান যে জীবন সেই জীবনকে ভালভাবে উপভোগ করি। এই খুশীর সময় মানুষের ভেদাভেদ না মেনে সকলকে ভালবাসি এবং সকলের সঙ্গে উৎসব করি।আল্লাহ আপনাদের ভাল রাখুন, হেফাজতে রাখুন। খোদা হাফেজ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com