সিলেটবাসীর জন্য কিছু করুন, অর্থমন্ত্রীকে এমপি এহিয়া

প্রকাশিত: ৫:০৫ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬

সিলেটবাসীর জন্য কিছু করুন, অর্থমন্ত্রীকে এমপি এহিয়া

download (2)

সুরমা মেইল নিউজ : সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সিলেটবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। এ মহান সংসদে অধিকাংশ সময় সিলেটের কৃতি সন্তানেরা বাজেট পেশ করেছেন। সিলেটের উন্নয়নে তারা কাজও করেছেন। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সিলেটিরা।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- সিলেটের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে মরহুম সাইফুর রহমানের কথা মনে পড়ে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীকে মনে পড়ে। ঢাকা- সিলেট মহাসড়কের প্রথম উদ্যোগ নিয়েছিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এমএস কিবরিয়া।

তিনি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে উদ্দেশ্য করে বলেন- মাননীয় অর্থমন্ত্রী আপনাকে মনে রাখার জন্য সিলেটবাসীর জন্য কিছু করুন।

তিনি অর্থমন্ত্রীর প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com