সিলেটসহ নিম্ন আদালতের ২৫৩ জজকে বদলি

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

সিলেটসহ নিম্ন আদালতের ২৫৩ জজকে বদলি

সুরমামেইল ডেস্ক :
জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ এবং সহকারী ও সিনিয়র সহকারী জজসহ দেশের নিম্ন আদালতের ২৫৩ বিচারককে একযোগে বদলি করে বিচার ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার।

 

সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান।

 

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শে ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজ এবং ২৩ যুগ্ম জেলা ও দায়রা জজকে বদলি করা হলো।

 

একইসঙ্গে ১২ সিনিয়র সহকারি জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

(সুরমামেইল/এমকে)


 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com