সিলেটসহ ৭টি ভেন্যু প্রিমিয়াম ফুটবল লীগের আয়োজন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৬

সিলেটসহ ৭টি ভেন্যু প্রিমিয়াম ফুটবল লীগের আয়োজন

27499

সুরমা মেইল নিউজ : সিলেটসহ সাতটি ভেন্যুতে এবার আয়োজন করা হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। এবারের আসর আগামী ২৪ জুলাই চট্টগ্রাম ভেন্যুতে খেলার মধ্য দিয়ে মাঠে গড়াবে। সিলেটে আয়োজন করা হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। ফুটবল ফেডারেশন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ভেন্যু বাড়িয়েছে এবার।

শনিবার বাফুফে ভবনে পেশাদার লিগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয় ফেডারেশন। এর আগে ছয়টি ভেন্যু চূড়ান্ত করেছিলো লিগ কমিটি। সিলেট ছাড়াও তালিকায় রয়েছে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহীর ও গোপালগঞ্জ ভেন্যু ।

চারটি ভেন্যুতে দুই রাউন্ডের ম্যাচ হবে। বাকী ভেন্যুগুলোতে এক রাউন্ডের ম্যাচ আয়োজন করবে সাইফ গ্লোবাল স্পোর্টস। উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান হবে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। ১৮ জুলাই প্রিমিয়ার লিগের লোগো ও ট্রফি উন্মোচন করবে সাইফ গ্লোবাল স্পোর্টস।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com