সিলেটের ইজেতমায় রেড ক্রিসেন্টের ফ্রি চিকিৎসা কেন্দ্র

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

সুরমা মেইল ডটকম :: ইজতেমায় আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যেগে ফ্রি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের স্থাপন করা হয়েছে।

ইজতেমার প্রথম দিন ২৯ ডিসেম্বর সকাল থেকে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে। রবিবার দুপুরে ইজতেমা মাঠের পাশেই চিকিৎসা কেন্দ্র কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল।

তিনি জানান, দীর্ঘ ৩৬ বছর পর এবার সিলেটে ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগত মুসল্লিদের প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যেগে ফ্রি প্রাথমিক চিকিৎসা স্থাপন করা হয়েছে। যার কার্যক্রম শুরু হবে ইজতেমার প্রথমদিন থেকে। এখানে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি চিকিৎসা ও ঔষধ দেয়া হবে।

এছাড়াও কাজের অগ্রগতি দেখার জন্য চিকিৎসা কেন্দ্র পরির্দশন করেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য সাইফুর রহমান খোকন, কার্যকরী সদস্য সুয়েব আহমদ, অর্থমন্ত্রী মহোদয়ের ব্যাক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি দা, সাহেদ আহমদ সুমিন।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com