সিলেটের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আগামীকাল

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

সিলেটের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আগামীকাল

18082014104103am5

সুরমা মেইলঃ সিলেট বিভাগীয় নৌকাবাইচ প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা এই নৌকা বাইচের আয়োজন করেছে। ওইদিন দুপুর আড়াইটায় সুরমা নদীর মিস্ত্ররী মসজিদ সংলগ্ন এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বেলা আড়াইটায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া, মন্ত্রী ওইদিন বিকাল ৫টায় মোল্লারগাঁও খালেরমুল এলাকায় পাবলিক লাইব্রেরীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এক ই মেইল বার্তায় অর্থমন্ত্রীর সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com