সিলেটের জৈন্তাপুরে ভয়াবহ অগ্নিকান্ড

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

সিলেটের জৈন্তাপুরে ভয়াবহ অগ্নিকান্ড

1.-agni-kando

সুরমা মেইলঃ ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৬টি বসতঘর ভস্মিভূত হয়েছে সিলেটের জৈন্তাপুরে।

জৈন্তাপুর স্টেশন বাজার সংলগ্ন জৈন্তিয়া প্লাজা মার্কেটের পাশের মা মনি বেডিং স্টোরের গোডাউন থেকে সোমবার সকাল সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

স্থানীয়রা চেষ্টা চালিয়ে দুপুর সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়- সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে মা মনি বেডিং স্টোরের গোডাউনে আগুন ধরে যায়। মূহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও দোকান সংলগ্ন বসতঘরে ছড়িয়ে পড়ে।

এতে বাজারের অন্তত ৪টি দোকান ও পার্শ্ববর্তী ৬টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন প্রায় পৌণে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com