সিলেটের দাশপাড়ায় নির্বাচন উত্তর সংঘর্ষে আহত ২০

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৬

সিলেটের দাশপাড়ায় নির্বাচন উত্তর সংঘর্ষে আহত ২০

Untitled-1
সুরমা মেইল নিউজ : সিলেটের সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাশপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় সদ্য উইনয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। নির্বাচনের দিনের এশটি সূত্র ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। পুলিশ ২১ রাউন্ড শর্ট গানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (সদর দক্ষিণ) জেদান আল মুসা। পুলিশ সূত্র জানায়, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এ দুজনের সমর্থকদের মধ্যে সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের এক সদস্য আহত হয়ে। আহতের নাম আবুল হাদি বলে জানাগেছে। এডিসি জেদান আল মুসা পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এ রির্পোট লেখা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিরোধটি নিয়ে আওয়ামীলীগের জেলা ও মহানগরের নেতৃবৃন্ধ আপোষে বসছেন বলে জানা গেছে। স্থানীয়রা অভিযোগ করেন নজরুল ইসলাম বেলাল এর উপস্তিতেই এ সংঘর্ষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com