সুরমা মেইল নিউজ : চিনির দাম বাড়ছেই। যৌক্তিক কোন কারণ ছাড়াই সিলেটের বাজারে আরেক দফা বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম। শুক্রবার প্রতি কেজি চিনি বিক্রি হয় ৭৫ থেকে ৮০ টাকায়। কিন্তু গত সপ্তাহে প্রতি কেজি চিনির দাম ছিল ৬৮ থেকে ৭২ টাকা।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবেও দাম বাড়ার এ চিত্র তুলে ধরা হয়েছে। তবে চিনির দাম বাড়লেও চলতি সপ্তাহে দাম কমার তালিকায় আছে মসুর ডাল, ব্রয়লার মুরগি ও আদা।
কালিঘাট, বন্দরবাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে নিত্যপণ্যের বাজার দরের এ চিত্র দেখা যায়। বন্দরবাজারের মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, পাইকারি বাজারে চিনির দাম বেশি। তিনি আড়তদারদের বরাতে বলেন, ঢাকার পাইকারিবাজারে চিনির ৫০ কেজি বস্তার দাম ৩৩শ টাকা। সে হিসাবে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৬৬ টাকা। এরসাথে আরো খরচ রয়েছে। তিনি বলেন, গত বছর প্রতি কেজি চিনির দাম ছিল ৩৮ থেকে ৪০ টাকা। অথচ এ বছর তার প্রায় দ্বিগুণ। উল্লেখ্য, টিসিবির হিসাবে গত এক বছরে চিনির দাম বেড়েছে ৮৫ দশমিক ৯০ শতাংশ।