সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৪

সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ রেজাউল করিম’র (পিপিএম-সেবা) সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন ধর্মের লোকদের মাঝে সম্প্রীতি বজায় রাখা এবং সুসম্পর্ক স্থাপন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কারো ইন্ধনে বা কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

সভায় পুলিশ কমিশনার তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলার মাটি সোনার চেয়েও দামি। আমরা কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না। আত্মমর্যাদাশীল দেশ হিসেবে আমাদের মাথা উঁচু করে বাঁচতে চাই। এজন্য আমাদের সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে।’

 

তিনি আরও উল্লেখ করেন, ‘পুলিশ, সেনাবাহিনী, প্রশাসনসহ বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করে যাচ্ছে, যাতে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়। সিলেটে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে।’

 

তিনি মনে করেন, আমরা একত্রিত থাকলে দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপকর্ম ঘটানোর সুযোগ পাবে না। যে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটানোর আগে চিন্তা করবে যে এখানে সকলেই ঐক্যবদ্ধ এবং অপরাধের জন্য ছাড় পাওয়া যাবে না।

 

তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, শঙ্কার কোনো কারণ নেই। এখানে সকল সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি ও ভালোবাসা বিদ্যমান, তা যেকোনো সমস্যার সমাধানে সহায়ক হবে। আমরা শান্তি চাই এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে চাই।

 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, কর্ণেল জিএস, উপ-মহাপরিচালক আনসার ও ভিডিপি, সেনাবাহিনী, এন‌এস‌আই এর প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

এছাড়াও সিলেট জেলা ও মহানগর জামায়াত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র সমন্বয়কগণ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, পিপি মহানগর দায়রা জজ আদালত, সাংবাদিক নেতৃবৃন্দ, শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবৃন্দ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ সহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com