সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিশ্বনাথে উপজেলার চান্দভরাং ও রায়খেলী গ্রামবাসির সংঘর্ষে দু’পক্ষের অনন্ত ৪০/৫০ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে স্থানীয় মিয়ারবাজারে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পিকআপ গাড়িসহ প্রায় অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসি জানিয়েছেন। এসময় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এলাকাবাসী ও থানা পুলিশে হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে চান্দভরাং গ্রামের পক্ষে আহতরা হলেন- কামরুজ্জামান সেবুল, সেলিম মিয়া, রায়কেলী গ্রামের পক্ষে আহতরা হলেন- সাজু, শামিম আহমদ, আবিদ মিয়া, সেবুল মিয়া, অজয়, লায়েক, নানু, রাকিব, আবদুর রব, আবদুর রহমান, চেরাগ আলী, এমরান, শুকুর আলী প্রমুখ। গুরুত্বর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সিলেট শহর থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ জগন্নাথপুর যাওয়ার জন্য ছেড়ে আসে। বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজারে ওই পিকআপ গাড়ি সঙ্গে একটি অটোরিকশা (সিএনজি)’র ধাক্ষা লাগে। পরে ওই পিকআপটি মিয়ার বাজার এলাকায় যাওয়ার পর স্থানীয় ব্যবসায়ী রায়কেলী গ্রামের সাজু মিয়া আটক করেন। এসময় চান্দভরাং গ্রামের কামরুজ্জামান সেবুলসহ স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি নিষ্পত্তি করার জন্য এগিয়ে আসেন। এতে সেবুল ও সাজু মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে রায়কেলী গ্রামবাসী ও চান্দভরাং গ্রামবাসি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাজারে আটক পিকআপ গাড়ি (সিলেট-ন-১১-১৬৯৪) ও মিয়ার বাজার অবস্থিত প্রায় অর্ধশতাধিক দোকানঘর ভাংচুর করা হয়।
এব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, এলাকাবাসীর সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Design and developed by ওয়েব হোম বিডি