সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৪
খেলাধুলা ডেস্ক :
বিপিএলের শুরুতে মিরপুরের উইকেটে যেনো ভিন্ন আচারণ দেখাচ্ছিলো। প্রতিটি ম্যাচের প্রথম ইনিংসে ১৯০ ছাড়িয়ে রান হওয়া যেন নিয়মে পরিণত হয়েছে এই উইকেটে। প্রথম তিন ম্যাচের তিনটিতেই প্রথম ইনিংসে এমন কিছু দেখা গেছে। তবে দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে এসে দেখা গেছে ভিন্নতা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামলেও অ্যালেক্স হেলস, স্টিভেন টেলররা উইকেট থেকে সুবিধা নিতে পারেননি। রংপুর রাইডার্সের বিপর্যয়ে ইফতিখার আহমেদের মতো মারকুটে ব্যাটারকেও খেলতে হয়েছে ১১১.৯০ স্ট্রাইক রেটে।
যদিও অধিনায়ক নুরুল হাসান সোহান ১৭০.৮৩ স্ট্রাইক রেটে খেলেছেন ২৪ বলে ৪১ রানের ক্যামিও ইনিংস। যদিও সবমিলিয়ে ১৫৫ রানের বেশি তুলতে পারেনি ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। সেই রান তাড়া করতে নেমেও মুখ থুবড়ে পড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটাররা। জর্জ মানজি, জাকির হাসান, পল স্টার্লিংরা দ্রুতই ফিরলে জুটি গড়ে সিলেটকে আশা দেখানোর চেষ্টা করেন রনি তালুকদার ও জাকের আলী অনিক।
তাদের দুজনের কেউই অবশ্য টি-টোয়েন্টি মেজাজে রান তুলতে পারেননি। ১১৩ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রনি আউট হয়েছেন ৪১ রানে। দলের অন্যতম তারকা ব্যাটার জাকের ফিরেছেন ৭২.৭৩ স্ট্রাইক রেটে ২৪ রান করে। শেষের দিকের ব্যাটারা কেবলই আসা-যাওয়ার মিছিলে ছিলেন। নাহিদ রানা ও খুশদিল শাহর দারুণ বোলিংয়ে সিলেট থেমেছে ১২১ রানে। সিলেটকে ৩৪ রানে হারিয়ে টানা দুই ম্যাচেই জয় পেল রংপুর।
৪৩ রানে জর্জ মানজি, জাকির হাসান ও পল স্টার্লিংয়ের উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন রনি তালুকদার ও জাকের আলী অনিক। তবে প্রত্যাশা অনুযায়ী দ্রুত রান তুলতে পারেননি তারা। তাদের দুজনের ৩৮ রানের জুটি ভাঙেন খুশদিল শাহ। বাঁহাতি স্পিনারের বলে বোল্ড হয়েছেন ৪১ রান করা রনি।
পরের বলে আউট হয়েছেন সিলেটের অধিনায়ক আরিফুল। উইকেট থেকে বেরিয়ে এসে লেগ সাইডে ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন তিনি। তবে বলের লাইন মিস করায় অনায়াসে স্টাম্পিং করেছেন নুরুল হাসান সোহান। সিলেটের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচেই গোল্ডেন ডাক মেরেছেন। পরের বলে হ্যাটট্রিকের সুযোগ ছিল খুশদিলের সামনে।
বাঁহাতি স্পিনারের বল ব্যাটে করতে পারেননি সামিউল্লাহ শেনওয়ারি। বল প্যাডে আঘাত করতেই আবেদন করেন রংপুরের ফিল্ডাররা। অনফিল্ড আম্পায়ারও তাদের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়েছেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন শেনওয়ারি।
জর্জ মানজি আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে সিলেটকে পথ দেখাচ্ছিলেন জাকির হাসান ও রনি তালুকদার। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি নাহিদ রানা। ডানহাতি পেসারের গতিময় ডেলিভারিতে বলের লাইনেই যেতে পারেননি জাকির। বোল্ড হয়ে জাকিরকে ফিরতে হয়েছে ১৮ রানে।
চারে নেমে নিজের খেলা তৃতীয় বলেই নাহিদের ফুলটসে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা মেরেছিলেন পল স্টার্লিং। তবে ওভারের শেষ বলে আবারও ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন আইরিশ এই ব্যাটার। ৩০ গজের মাঝে হেলসের হাতে ক্যাচ দিয়েছেন ৬ রান করা অভিজ্ঞ স্টার্লিং।
১৫৬ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। কামরুল ইসলাম রাব্বির দারুণ এক ইয়র্কার যেন বুঝতেই পারেননি জর্জ মানজি। বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মাত্র ২ রানে। দারুণ ছন্দে থাকলেও সিলেটের হয়ে বিপিএলের শুরুটা ভালো হলো না বাঁহাতি এই ওপেনারের।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডারর্সের সংগ্রহ ১৫৬ রানের মাঝারি পুঁজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচই ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে দিয়েছেছে তারা। দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাটিং করে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্সকে ১৫৭ রানের টার্গেট দিছে তারা।
ম্যাচের শুরুতে ভালো করেছিলো রংপুর রাইডারর্স। প্রথম দুই ওভার শেষে তাদের রান আসে বিনা উইকেটে ২১। তৃতীয় ওভারে রিস টপলি দিয়ে গেছেন মাত্র ১ রান। চতুর্থ ওভারে আবারও বোলিংয়ে এসে সিলেটকে উইকেট এনে দিয়েছেন তানজিম। ডানহাতি এই পেসারের আগের বলের বাউন্সারে ঠিকঠাক খেলতে পারেননি হেলস। পরের বলে ডাউন দ্য উইকেট এসে ছক্কা মারতে গিয়ে মিড অফে আরিফুল হকের হাতে ক্যাচ দিয়েছেন। হেলসকে ফিরতে হয়েছে মাত্র ৬ রানে।
ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে চার চারে ১৭ রান হজম করেছিলেন আল আমিন হোসেন। ১৭ রান দিলেও ডানহাতি পেসারের উপর আস্থা রাখেন অধিনায়ক আরিফুল। পাওয়ার প্লের পঞ্চম ওভারে বোলিংয়ে ডেকে আনা হয় তাকে। বোলিংয়ে এসেই এক ওভারে দুই উইকেট নিয়েছেন আল আমিন। অভিজ্ঞ এই পেসার খাটো লেংথের ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন সাইফ হাসান।
রনি তালুকদারের দারুণ এক ক্যাচে সাইফকে ফিরতে হয়েছে মাত্র ৪ রানে। একই ওভারে স্টিভেন টেলরও সাজঘরে ফিরেছেন। আল আমিনের অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন জাকের আলী অনিকের গ্লাভসে। বাঁহাতি ওপেনার আউট হয়েছেন ১২ রানে।
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরে বলে গুড লেংথ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে রংপুরের ইনিংসের শুরুটা করলেন স্টিভেন টেলর। তবে যুক্তরাষ্ট্রের বাঁহাতি ওপেনারকে পরের পাঁচ বলে কোন রানই নিতে দেননি তানজিম। প্রথম ওভারে ডানহাতি এই পেসার মাত্র ৪ রান দিয়ে সিলেটকে ভালো শুরু এনে দিলেও পরের ওভারে আল আমিন হোসেন হজম করেছেন ১৭ রান।
প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ২৫ রানের ক্যামিও খেলেছিলেন নুরুল হাসান সোহান। পরের ম্যাচে সিলেটের বিপক্ষে যখন রংপুরের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তখন খেলেছেন ২৪ বলে ৪১ রানের ইনিংস। দারুণ ব্যাটিং করতে থাকা সোহানকে ফিরিয়েছেন রিস টপলি। বাঁহাতি পেসারের স্লোয়ার বাউন্সারে হুক করতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছেন। অনেকটা দৌড়ে এসে আরিফুল দারুণ এক ক্যাচ নিলে ফিরতে হয় রংপুরের অধিনায়ককে।
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন খুশদিল শাহ। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেট হারানোর পরও সাবলীল ব্যাটিংই করছিলেন তিনি। তবে পাকিস্তানের অলরাউন্ডারকে ইনিংস বড় করতে দেননি সামিউল্লাহ শেনওয়ারি। ডানহাতি লেগ স্পিনারের লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে সীমানার খুব কাছে দাঁড়িয়ে থাকা জর্জ মানজির হাতে ক্যাচ দিয়েছেন খুশদিল। বাঁহাতি ব্যাটারকে ফিরতে হয়েছে ১৬ বলে ২১ রানের ইনিংস খেলে।
প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশন না ভেঙে অভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে রংপুর। বিদেশি ক্রিকেটার হিসেবে জর্জ মানজি, পল স্টার্লিং, সামিউল্লাহ শেনওয়ারি এবং রিস টপলিকে নিয়ে নিজেদের প্রথম ম্যাচের একাদশ সাজিয়েছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স- ১৫৫/৬ (২০ ওভার) (টেলর ১২, হেলস ৬, সাইফ ৪, খুশদিল ২১, সোহান ৪১, ইফতিখার ৪৭*, মেহেদী ১৬; তানজিম ২/২৭, আল আমিন ২/৩১)
সিলেট স্ট্রাইকার্স- ১২১/৯ (২০ ওভার) (জাকির ১৮, রনি ৪১, মানজি ২, স্টার্লিং ৬, জাকের ২৪; নাহিদ ৪/২৭)
দুই দলের একাদশ
সিলেট স্ট্রাইকার্স- আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শেনওয়ারি, তানজিম হাসান সাকিব, নিহাদ উজ জামান, রিস টপলি এবং আল আমিন হোসেন।
রংপুর রাইডার্স- অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদী, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।
(সুরমামেইল/এএইচএম)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি