সিলেটের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে: আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

সিলেটের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে: আরিফুল হক চৌধুরী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থার অবসানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের (সিসিক) সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সিলেটের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিও জানিয়েছেন তিনি।

 

শুক্রবার (১০ অক্টোবর) নগরীর কুমারপাড়াস্থ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

Manual6 Ad Code

 

সিলেট-ঢাকা মহাসড়ক সংস্কারের দাবিতে আগামীকাল রোববার (১২ অক্টোবর) সিলেট নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত অবস্থান কর্মসূচি সফলের লক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual3 Ad Code

 

যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেটের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে মন্তব্য করে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা খুবই নাজুক। ১৮-২০ ঘণ্টা সময় লাগে সিলেট থেকে ঢাকায় পৌঁছাতে। এছাড়া অনলাইনে রেলের টিকিট মেলে না। বিমানের ভাড়াও আকাশচুম্বী। ওয়ানওয়ের ভাড়া বিমানের ১৪-১৫ হাজার টাকা।

 

আরিফুল হক চৌধুরী বলেন, ২০২২-এর বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি সিলেট। সব উপজেলার রাস্তাঘাট খারাপ। এলজিআরডি মন্ত্রণালয় সিলেট সিটি করপোরেশনকে এবার ৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। যা সারা দেশের সিটি করপোরেশনের মধ্যে সর্বনিম্ন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

ভূমিকম্প জোন ডিপ টিউবওয়েল বরাদ্দ নিষিদ্ধ, কিন্তু দেওয়া হচ্ছে। সিসিকের ওয়াটার ট্রিটমেন্ট দীর্ঘদিনেও হয়নি। জলাবদ্ধতার সুরাহা হয়নি বলেও জানান তিনি।

 

অবিলম্বে এসব প্রকল্প বাস্তবায়িত না হলে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code