সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সিলেটে দায়ের করা দুইটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (০১ ডিসেম্বর) সিলেটের মেট্রোপলিটন আদালতের ম্যাজিস্ট্রেট ছগির আহমেদ মামলা দুইটি খারিজ করে তারেক রহমানকে খালাস প্রদানের রায় দেন।
২০১৪ সালে বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানের বিরুদ্ধে মামলা দুইটি দায়ের করেছিলেন সিলেটের ছাত্রলীগের দুই নেতা।
মামলা খারিজের তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জজ আদালতের আইনজীবী এমরান আহমদ চৌধুরী বলেন, রাজনৈতিক হয়রানির উদ্দেশে শেখ হাসিনা সরকারের আমলে মামলা দুইটি দায়ের করা হয়েছিল। রোববার আদালত দুইটি মামলাই খারিজ করে দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এই দুইটি মামলা দায়ের করা হয়েছিল। এর একটির বাদী ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপর মামলাটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা। ওই সময় আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুইটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানার ওসিকে নির্দেশ দিয়েছিলেন।
মামলা দুইটিতে অভিযোগ করা হয়, ওই বছরের ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনাসভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। এদিকে মামলা খারিজের পরপরই সিলেটে আনন্দ মিছিল করেছে বিএনপি।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি