সিলেটের সঙ্গে দীর্ঘ ৯ ঘন্টাপর রেল চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৬

সিলেটের সঙ্গে দীর্ঘ ৯ ঘন্টাপর রেল চলাচল স্বাভাবিক

1459998205
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজারের লাউয়াছড়ায় ঘূর্নিঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে পূনরায় রেল চলাচল শুরু হয়েছে। শ্রীমঙ্গল স্টেশনের সহকারী মাস্টার মোঃ নাজমুল বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান।

শ্রীমঙ্গল স্টশেনরে সহকারী মাস্টার মোঃ নাজমুল বলনে, বন বভিাগরে কর্মীদরে সহায়তায় রলেলাইন থেেক গাছগুলো সরেিয় ফলো হয়। বৃহস্পতবিার সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবকি হয়।

এর আগে বুধবার মধ্যরাত থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে রেললাইনে গাছ উপড়ে পড়ে ফলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে বৃহস্পতবিার ভোর থেকে বন বভিাগরে কর্মীরা তা সরানোর কাজ শুরু করে। পরে দীর্ঘ নয় ঘণ্টা ধরে আটকে থাকা বভিন্নি রুটের রেলগুলো ইতোমধ্যে যাত্রা শুরু করেছে বলওে জানান স্টেশন র্কমর্কতা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com