সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি সরিয়ে নেওয়ায় প্রায় ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার দিনগত রাত সোয়া ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর ফলে সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়ায় আটকা পড়া পারাবত এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাহাড়িকা ও ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে কুলাউড়া জংশনের লোকোশেড ইনচার্জ দুলাল চন্দ্র দাস জানান, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর রাত সোয়া ১০টার দিকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়া হয়।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জানুকিছড়া এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
Design and developed by ওয়েব হোম বিডি