সিলেটের সাংবাদিকতা (২)

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

সিলেটের সাংবাদিকতা (২)

সুনির্মল সেন :
সিলেটের সাংবাদিকতা
তাদের আছে বড় মাথা!
দুর্নীতি করেও পায় ভাতা
মাথানত তাদের যথাতথা!

 

সিলেটের সাংবাদিকথা
হিংসা নিন্দায় ভরা মাথা!
বোরহান খান, মহিউদ্দিন শিরু
ছিলেন সৎ নিষ্টায় ভালো তথা।

 

সিলেটের সাংবাদিকতা
সুনাম হারাচ্ছে যথাতথা!
প্রশাসনকে তোয়াজ করে
চলে, তাই লাগে ব্যাথা।

 

সিলেটের সাংবাদিকতা
বাবর হোসেন সাহসী তথা।
বাংলার বারুদে সত্যকথা
বাবর ভাইকে ধন্যবাদ যথা।
(চলবে)

 

লেখক : কবিও সাংবাদিক।


 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com