সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে কারাগারে পাঠানোর নিদের্শ দিয়েছে আদালত।
রোববার বিকালে গোলাপগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুসতাসীর হাসান চৌধুরী এ নিদের্শ দেন বলে জানান কোর্ট পুলিশের পরিদর্শক মো. জমশেদ আলম।
তিনি বলেন, সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নান মামলার এজাহারভুক্ত আসামি না। সন্দেহভাজন আসামি হিসেবে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে নেওয়া হয়েছে।
সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে গত ৮ জানুয়ারি সেন্টু চন্দ্র নন্দী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিধি অনুযায়ী তাকে সিলেটে আনার পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
এরআগে গত শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। রোববার সেখান থেকে তাকে সিলেটে আনা হয়।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তাকে রংপুরে বদলি করা হয়। এর আগে তিনি কুমিল্লার পুলিশ সুপার ছিলেন।
(সুরমামেইল/এমকে)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি