সিলেটের সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সিলেটের সীমান্তে ১ কোটি ১০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা কার্টুন ভর্তি মদ বিড়িসহ ১ কোটি ১০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান ও সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।



৪৮ বিজিবি অধিনায়ক জানান, শনিবার সুনামগঞ্জের বাংলাবাজার, লাফার্জ, সিলেটের প্রতাবপুর, সংগ্রাম, সোনারহাট, পান্তুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, কালাসাদেক, তামাবিল, শ্রীপুর, মিনাটিলা, ডিবির হাওর বিওপিসহ পৃথক পৃথক বিওপির বিজিবি টহলদল চোরাচালানের ৯৬ লাখ ৭৪ হাজার টাকার মালামাল জব্দ করে।

 

ভারতীয় (বিদেশি) কার্টুন ভর্তি বিপুল পরিমাণ শাড়ী, লেহেঙ্গা, শীতের কম্বল, গবাদিপশু (গরু-মহিষ) মদ, সেখ নাসির উদ্দিন বিড়ি, চিনি, কমলা, ডালিম, পোস্তদানা, গার্ণিযার ক্রিম, বেটেনোভেট ক্রিম, সাবান, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, সীমান্ত নদীতে অবেধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একাধিক নৌকা জব্দ করা হয়। একই দিন পৃথক এক অভিযানে বিজিবি সীমান্তে মদ এপারে নিয়ে আসার পর চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

 

আরো ১৩ লাখ টাকার বিদেশি মদ জব্দ: আরো ১৩ লাখ টাকার মদ জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

বিজিবি সিলেট সেক্টরের সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

 

Manual1 Ad Code

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, ভারতের মেঘালয় রাজ্য থেকে চোরাচালানের মাধ্যমে শনিবার এপারে নিয়ে আসা মদের একাধিক চালান ব্যাটালিয়নের সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও ,নারায়নতলা, বিশ্বম্ভরপুর উপজেলার ডলুরা, তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির পৃথক পৃথক অভিযানে বিজিবি টহলদল ১২ লাখ ৮২ হাজার ৫শ’ টাকা মুল্যের বিভিন্ন ব্রান্ডের ৮৫৫ বোতল ভারতীয় (বিদেশি) মদ জব্দ করে।

Manual3 Ad Code

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code