সিলেটের ৭ ইউপির চেয়ারম্যানদের শপথ গ্রহণ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৬

সিলেটের ৭ ইউপির চেয়ারম্যানদের শপথ গ্রহণ

13043

সুরমা মেইল নিউজ : সিলেট সদর উপজেলার ৭ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ৯৭ জন শপথ নিলেন।

বুধবার সকালে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নব-নির্বাচিতরা এ শপথ নেন।  তবে সদর উপজেলার ৮টি  ইউনিয়ন হলেও টুকেরবাজার ইউনিয়নের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি। এ ইউনিয়নের একটি কেন্দ্র স্থগিত থাকায় গেজেট না আসায় শপথ হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

৭ ইউনিয়নের চেয়ারম্যানরা হলেন-১ নং জালালাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনফর আলী, ২ নং হাটখোলা ইউনিয়নে বিএনপি প্রার্থী আজির উদ্দিন, ৩ নং খাদিমনগর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী দিলোয়ার হোসেন, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আফছর আহমদ, ৫ নং টুলটিকর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আলী হোসেন, ৭ নং কান্দিগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন এবং ৮ নং মোগলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হিরণ মিয়া।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল আহাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, জালালাবাদ থানার অফিসার্স ইনচার্জ আখতার হোসেন, শাহপরান থানা অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি। নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে বক্তব্যে রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য আব্দুল মছব্বির, সাধারণ সদস্য আমিনা বেগম।

চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ পাঠ করান সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান। এসময় সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার্স পুলিন চন্দ্র রায়। শপথ গ্রহণের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান। গীতাপাঠ করেন দিলাপময় দাস চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com