সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারে সামন থেকে চুরি হওয়া অটোরিকশাসহ এক ভুঁয়া পুলিশকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে খোকন দাস (২৮) নামের ওই ভুঁয়া পুলিশ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মাখন দাসের ছেলে। বর্তমানে সে কুমারগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে টুকেরবাজার থেকে অটোরিকশা চালক দিলোয়ার হোসেনকে (২২) ঘন্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে সিলেট শহরে নিয়ে আসেন খোকন দাস। এ সময় রিকশাচালক ‘অটোরিকশা দেখে পুলিশ ধরবে’-এমন শঙ্কা যাত্রীকে প্রকাশ করলে খোকন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। সিলেট নগরীর মুন্সিপাড়ায় আসার পর খোকন রিকশা চালককে রেস্টুরেন্ট থেকে পরোটা ও ভাজি আনতে পাঠান। রিকশাচালক রেস্টুরেন্টে যাওয়া মাত্রই খোকন ওই অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অটোরিকসা চালকের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারের সামন থেকে খোকন দাসকে আটক করেন।
খবর পেয়ে সিলেট লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব ঘটনাস্থলে গিয়ে ভুয়া পুলিশ খোকনকে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় স্থানীয়দের অনুরোধে অটোরিকশা চালককে রিকশাসহ ছেড়ে দেওয়া হয়।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি