সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। ৫ দফা দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ডেকেছিল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

 

এরআগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন তারা। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com