সিলেট ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
সুরমা মেইর নিউজ : সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহৃত তিন শিশুকে উদ্ধার করেছে মহা-নগরীর শাহপরান থানা পুলিশ। এসময় আটক করা হয়েছে ৬ জন অপহরণকারীকে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি তিন শিশুকে উদ্ধার ও ৬ অপহরণকারীকে আটকের তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের সদর ও গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার ও ৬ জনকে আটক করা হয়।
অপহরণকারীরা হলো- আলী আহমদ (২০), ঈসমাইল হোসেন লাল মিয়া (৩২), মোঃ মইনুল ইসলাম উরফে ডইল (২৮), মোঃ মুন্না (২০), ইমন মিয়া (১৮), মোঃ রাসেল (১৮)।
উদ্ধারকৃত ৩ জন হলো- সিলেটের কোম্পানীগঞ্জের হিছাকুল গ্রামের বাসিন্দা জামাল মিয়ার ছেলে হাবিব (১৩), হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দক্ষিণগাঁও গ্রামের মহব্বত উল্লাহর ছেলে রবিউল ইসলাম (১৫) এবং মৌলভীবাজারের কমলগঞ্জের রশিদপুর গ্রামের খালিক আহমদের ছেলে রাসেল আহমদ (১৩)।
তবে শিশুরা কবে কিভাবে অপহৃত হয়েছিলো তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। জানা যায়নি আটক ৬ অপহরণকারীর নামও। ওসি শাহজালাল মুন্সি জানান, সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানানো হবে।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি