সিলেটে আওয়ামীলীগ প্রার্থী লুৎফুর বিজয়ী

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

নিজস্ব প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলের ভিত্তিতে বিজয়ী হয়েছেন সাবেক গণপরিষদ সদস্য জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

১৫টি কেন্দ্রে আনারস প্রতীকে লুৎফুর রহমান পেয়েছেন ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনামুল হক সরদার কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৬৭ ভোট পেয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের ভোটার হচ্ছেন নির্বাচিত জনপ্রতিনিধি। সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই তাদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করছেন। সিলেট জেলায় তাদের সংখ্যা হচ্ছে ১ হাজার ৪শ’ ৩৭ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com