সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০১৫
সুরমা মেইলঃ বৃহস্পতিবার ১ অক্টোবর সকালে জেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট শাখা এবং জেলা প্রশাসনের সহযোগিতায় র্যালি শেষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত এমডি আল আমিন বলেছেন- প্রবীণদের শ্রদ্ধা ও সম্মান জানানোর মধ্যেই নবীনরা আগামীর ভবিষ্যত গড়বে। নবীনরা প্রবীণদের অনুসরণ করে তাদের নির্দেশনা মত চললে সমাজ, রাষ্ট্র উপকৃত হবে।
প্রবীণরা আমাদের অহংকার উল্লেখ তিনি প্রবীণদের কল্যাণে বর্তমান সরকারের উন্নয়নমুখি কর্মকান্ড তুলে ধরেন।
প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ও পুলিশ সুপার নূরে আলম মিনা।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এবং জিয়াউল ইসলাম চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংঘের যুগ্ম সম্পাদক দেওয়ান মসুদ রাজা চৌধুরী।
গীতা পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন। স্বাগত বক্তব্য রাখেন- সংঘের সাধারণ সম্পাদক মো. মহীউদ্দিন চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরী, সংঘের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্ত্তী জুয়েল প্রমুখ।
সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম আল মামুন মোল্লা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সংঘের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান চৌধুরী, সিলেট জেলা প্রবীণ কমিটির সহ-সভাপতি আখলাক আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, অ্যাডভোকেট শামীম হাসান চৌধুরী, মোস্তফা কামাল, মো. তৈয়বুর রহমান, আব্দুল আজিজ চৌধুরী, আবেদ আক্তার চৌধুরী, মো. আলমাস আলী, প্রবীণ সাংবাদিক মো. বশির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এ বছরের মমতাময় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গণ থেকে বিভাগীয় কশিনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পুলিশ ব্যান্ড, সমাজসেবা ব্যান্ডসহ সিলেট সরকারি পাইলট স্কুল, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজা জিসি হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে বের হওয়া র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Design and developed by ওয়েব হোম বিডি