সিলেটে আন্দোলনে গুলি ‘শুটার’ আনসার-নাঈম গ্রেপ্তার

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪

সিলেটে আন্দোলনে গুলি ‘শুটার’ আনসার-নাঈম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা শুটার আনসার ও নাঈম গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

 

মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগরের বড় হাজিরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আনসার আহম্মদ রাহুল (৩০) শাহপরান (রহ.) থানা এলাকার মেজরটিলাস্থ সৈয়দপুরের উনাই মিয়ার ছেলে ও মো. আমিনুল ইসলাম নাঈম (২৩) মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে।

 

গ্রেফতারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে সন্ত্রাসী আনসারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়ে র‌্যাব।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো: মশিহুর রহমান সোহেল।

 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ৫ আগস্টের আগে ছাত্র-জনতার আন্দোলনে এই দুই আসামি গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com