সিলেটে আবারও বালুর ট্রাকে পাওয়া গেল ২১ লক্ষ টাকার চিনি

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৫

সিলেটে আবারও বালুর ট্রাকে পাওয়া গেল ২১ লক্ষ টাকার চিনি

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে আবারও বালু ভর্তি ট্রাক থেকে ৩৫৮ বস্তা চোরাচালানের ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সাথে জড়িত মোঃ আশরাফুল আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সুরমা বাইপাস সড়কের সিলেট সেনানিবাসের মেইন গেটের অদূরে চেকপোস্ট স্থাপন করে চিনি জব্দ করা হয়।

 

জব্দকৃত ভারতীয় চিনির বর্তমান বাজার মূল্য ২১ লক্ষ ৫ হাজার ৪০ টাকা।



গ্রেপ্তারকৃত মোঃ আশরাফুল আলম (৪৫) ঢাকা জেলার ধামরাই থানা এলাকার ছোট চন্দ্রাইল গ্রামের মোঃ হেলাল উদ্দিন ব্যাপারীর ছেলে। সে জানায় চিনির মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের স্বপন (৪১)। তবে তার পুরো পরিচয় জানা সম্ভব হয়নি।

 

রোববার সন্ধ্যায় বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে সুরমা বাইপাস সড়কের মুরাদপুরস্থ সিলেট সেনানিবাসের মেইন গেটের অদূরে চেকপোস্ট স্থাপন করেন শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ সানাউল ইসলাম। এ সময় একটি বালু ভর্তি হলুদ রঙের বড় ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২০-১৮৮০) চেকপোস্টে থামিয়ে তল্লাশি করে বালুর নিচ থেকে ৩৫৮ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেলে তা জব্দ করা হয়।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়। থানার এফআইআর নং-৫, তারিখ- ০২ ফেব্রুয়ারি, ২০২৫।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com