সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতী আটক

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৪

সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতী আটক

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তারা অসামাজিক কাজে লিপ্ত ছিলো।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওসমানী হাসপাতাল এলাকার হোটেল বাধন আবাসিক থেকে দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়।



আটকৃতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার খাড়ারপাড় গ্রামের শুক্কুর মিয়ার ছেলে মো.সোহেল মিয়া (৩৫), জকিগঞ্জ উপজেলার সোনাসার গ্রামের হিরা মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৯), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কুরেশপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. উজ্জল আহমদ (২০) ও খুলনা জেলার রুপসা থানার চানমারীবাজার গ্রামের মৃত আরব আলীর মেয়ে ঝর্না বেগম (২০)।

 

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com