সিলেটে আ’লীগ, সেচ্ছাসেবক ও ছাত্রলীগের আরও ৬ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সিলেটে আ’লীগ, সেচ্ছাসেবক ও ছাত্রলীগের আরও ৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
‘অপারেশন ডেভিল হান্ট’ শুরুর তৃতীয় দিনে বিশেষ অভিযানে সিলেটে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

তিনি জানান- মঙ্গলবার (১১ জানুয়ারি) মধ্যরাত থেকে বুধবার (১২ জানুয়ারি) পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মোগলাবাজার থানাধীন নৈখাই কুতুবপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ কুতুব মিয়া (৪৮), দক্ষিণ সুরমা থানাধীন নিশ্চিন্তপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে তেতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল হক মিন্টু (৬১), সিলেট নগরীর ছড়ারপাড়েরর মৃত বাদশা মিয়ার ছেলে ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক একরাম সরকার রিপন (৪০), নগরীর মীরের ময়দানের নুনু মিয়ার ছেলে ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ মাহি (২৩), জালালাবাদ থানাধীন আখালিয়া মোহাম্মদিয়া আ/এ এলাকার মোঃ খলিল খানের ছেলে সাব্বির খান (৩১) ও শাহপরাণ (রহঃ) থানাধীন পীরের চক গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে দুলাল আহমদ (৫০)।

 

এরমধ্যে সাব্বির খান (৩১) চিহ্নিত চাঁদাবাজ, ছিনতাইকারী, অস্ত্রধারী সন্ত্রাসী ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।


 

এরআগে গত ১০ জানুয়ারি (সোমবার) অভিযান চালিয়ে সিলেট মহানগরী থেকে ৫ জনকে আটক করেছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com