সিলেটে আ’লীগ, সেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫

সিলেটে আ’লীগ, সেচ্ছাসেবক ও ছাত্রলীগের ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ সিলেটে আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জানুয়ারি) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- এসএমপির কোতোয়ালী থানাধীন ৮৮-ব্লক ডি কাজল শাহ’র বাসিন্দা আব্দুল হকের ছেলে ও ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদমান কবির (২৯), একই এলাকার মৃত: ইছল মিয়ার ছেলে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব হাজারী (৬২), নগরীর ছড়ার পারের ৭৬-নং বাসার মৃত: আব্দুল মুকিতের ছেলে ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ (২৬), নগরীর রায়নগরের মৃত মুহিবুর রহমানের ছেলে  ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), এসএমপির এয়ারপোর্ট থানাধীন পীর মহল্লার ১৪১নং বাসার মিয়াধন খানের ছেলে ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাসেম খান, একই থানাধীন পিরেরগাঁও গ্রামের বামোদ পীরের ছেলে নাজিম উদ্দিন সবুজ (২৫), দক্ষিণ সুরমা থানাধীন কুড়িগ্রামের মৃত মুক্তার আলীর ছেলে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আনোয়ার হোসেন আফরোজ (৬০), একই থানাধীন বড়ইকান্দি গ্রামের মো: লিলু মিয়ার ছেলে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাহেদ আহম্মদ (৪২) ও শাহপরাণ (রহঃ) থানাধীন জাহানপুরের (মেজরটিলা) মৃত আয়ান উদ্দিনের ছেলে ৩৫নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ইয়ামিন আহমদ (২৪)।

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com