সিলেটে ইউএনও, চেয়ারম্যানের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের মামলা

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বালাগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার বিকেলে সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালতে এই মামলাটি দায়ের করেন বিচারিক হাকিম মো. আতিকুল হায়দার।

মামলায় ইউএনও এটিএম আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনহার মিয়াকে আসামি করা হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে বালাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এফআইয়ার হিসেবে রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়, বুধবার জেলা পরিষদ নির্বাচন চলাকালে সকাল ৯টায় বালাগঞ্জের ডিএন উচ্চবিদ্যালয়ে ভোট প্রদানের সময় উপজেলা চেয়ারম্যান আবদাল এবং আওয়ামী লীগ নেতা আনহার আচরণবিধি লঙ্ঘন করেন। তাদের সঙ্গে ইউএনও আজহারও যোগ দেন বলে অভিযোগ করা হয়।

এসময় তাদের ভোটকেন্দ্র থেকে চলে যেতে বললে উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া মামলার বাদী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরেন এবং ইউএনও তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া বলেন, আমি ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় একজন এজেন্ট আমার দিকে হাত বাড়িয়ে দেন। এসময় আমি তার সঙ্গে হাত মেলালে একজন ব্যক্তি আমাকে ধমক দিয়ে ভোটকেন্দ্র ছেড়ে চলে যেতে বলেন। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি আরো রেগে যান। পরে ইউএনও এবং আওয়ামী লীগ নেতা আনহার এসে আমার পরিচয় দিয়ে বিষয়টি মীমাংসা করতে চাইলে ম্যাজিস্ট্রেট আতিকুল হায়দার আরো ক্ষেপে গিয়ে আমাদের তিনজনের সঙ্গেই দুর্ব্যবহার করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, শুনেছি এ ঘটনায় ম্যাজিস্ট্রেট একটি মামলা দায়েরের আবেদন করেছেন। প্রশাসনের শীর্ষ ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আনহার মিয়া বলেন, আমি ভোট দিয়ে বেরিয়ে আসার সময় দেখতে পাই উপজেলা চেয়ারম্যানের সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি হচ্ছে। এসময় আমি এগিয়ে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করি। এসময় কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।

মামলা দায়েরের কথা শুনেছেন বলে জানান বালাগঞ্জের উপজেলো নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামও। তবে মিটিংয়ে আছেন উল্লে করে এ ব্যাপারে পরে কথা বলবেন বলে জানান তিনি।

এ বিষয়ে বালাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) তুরিকুল ইসলাম বলেন, আদালত থেকে মামলা সংক্রান্ত একটি কাগজ এসেছে বলে শুনেছি। তবে আমি অন্য একটি কাজে থানার বাইরে। এখনো বিস্তারিত জানতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com