সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪
ছবি : সংগৃহীত
সিলেট :
ভিসা পেতে মাত্রাতিরিক্ত সময় বিলম্ব হওয়ায় উচ্চশিক্ষা কিংবা কাজের জন্য ইতালি যেতে পারছেন না সিলেট বিভাগের অনেকেই। ভিসা তো পাচ্ছেনই না, ফেরত পাচ্ছেন না নিজেদের পাসপোর্টও। ইতালি দূতাবাসের থার্ড পার্টি ‘ভিএফএস গ্লোবাল’র অনিয়মের কারণে এমনটি হচ্ছে বলে অভিযোগ জানায় ভুক্তভোগীরা।
এ অবস্থায় সিলেটি ভুক্তভোগীরা রোববার (০৯ জুন) নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইন-এ অবস্থিত ভিএফএস গ্লোবাল কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
দীর্ঘদিন থেকে আটকে থাকা ইতালির পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে ভুক্তভোগীরা জড়ো হয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে তাদের দাবিগুলো তুলে ধরেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, ১৬ আগস্ট থেকে ইতালি অ্যাম্বাসির কাছে জিম্মি হয়ে আছে তারা। তাদের দাবি ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়া হোক। তারা জানান- নুলস্তা সঠিক হলে ভিসা দেন, জাল হলে পাসপোর্ট চাই। বিভিন্ন স্লোগানে লিখিত প্রস্তাবনা নিয়ে তাদের দাবি তুলে ধরা হয়।
দক্ষিণ সুরমা থেকে আসা ভুক্তভোগী এক তরুণ বলেন, আমরা পাসপোর্ট জমা দিয়েছি ভিসা দেওয়ার জন্য কিন্তু তারা সেটি দিচ্ছে না। নতুন ফাইল যারা জমা দিচ্ছে ১-২ মাসের মধ্যে তাদের ফাইল ডেলিভারি হচ্ছে। কিন্তু পুরোনোদের কাজ আটকে রাখছে। আমাদের ভিসা দিচ্ছে না। যতদ্রুত সম্ভব পাসপোর্ট ফেরত চাই। কারণ আমরা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। ইতালি যাওয়ার ব্যাপারে যোগাযোগ করলেই তারা বলে সময় লাগবে, অপেক্ষা করুন। যখনই সম্ভব হবে আমরা দিয়ে দেব। এসব বলতে বলতে ১০ মাস হয়ে গেছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে ইতালির ভিসা আটকা থাকায় কোনো কুল পাচ্ছি না। না দেশে কিছু করতে পারছি, না বিদেশে যেতে পারছি। ব্যবসা-বাণিজ্য করব তারও কোনো অর্থ নেই। বারবার বলে সময় লাগবে। কতদিন লাগবে সেটিও বলে না। পাসপোর্ট ভিসাসহ সবকিছু ফেরত চাই। বিদেশে যেতে পারলে আমাদের রেমিট্যান্স দিয়ে দেশে উন্নয়ন হবে। একটা সুনামধন্য প্রতিষ্ঠানে জব করতাম এখন বিদেশে যাব বলে সব প্রস্তুতি নিয়ে এখন অসহায়ের মতো জীবনযাপন করছি। আমাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, না হলে সব ফেরত দিন। আমাদের সময়ের মূল্য আছে। আমাদের বাঁচান। এভাবে আকুতি করে ভুক্তভোগীরা তাদের দাবি জানান।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি