সিলেটে ইসলামী আন্দোলনের লংমার্চে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

সিলেটে ইসলামী আন্দোলনের লংমার্চে বাধা, প্রতিবাদে বিক্ষোভ

সুরমা মেইল ডটকম :: মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে মিয়ানমার অভিমুখে রোববার সকালে লংমার্চ শুরুতেই প্রশাসনের কঠোর বাধার মুখে স্থগিত করতে বাধ্য হন নেতৃবৃন্দ।

এর প্রতিবাদে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের লংমার্চমুখী নেতৃবৃন্দ তাৎক্ষণিক বিক্ষোভে ফেটে পড়েন।সিলেট নগরীর শিশু পার্কের সম্মুখ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল বের করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুফতি মু. ফখর উদ্দিন ও মহানগর সেক্রেটারী ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সরকার ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় এসে একের পর এক ইসলাম বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এমনকি মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসলমানগণ ঐক্যবদ্ধভাবে লংমার্চে যাওয়ার প্রস্তুতিকালে প্রশাসনের বাধা সরকারের ইসলাম ও মানবতা বিরোধী কার্যকলাপের বহিঃপ্রকাশ। তাই পীর সাহেব চরমোনাই’র যে কোন নির্দেশ বাস্তবায়নের জন্য সিলেটের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রয়োজনে রক্ত দেবে, শহীদ হবে তবুও রাজপথ ছাড়বে না।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা আহবায়ক মাওলানা নজির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারী হেলাল আহমদ, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মু. সোহেল আহমদ সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com