সিলেটে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আটক করেছে র‍্যাব

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর শেখঘাট থেকে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে আটক করেছে র‌্যাব।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

আটককৃত আসামীর নাম মো. মাহবুব (৩৮)। সে সিলেট জেলার কোতয়ালী থানার শেখঘাট শুভেচ্ছা-৮১ এলাকার মৃত হাজী হায়াত উল্লাহ’র ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত মাহবুব সিলেট নগরীতে বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত এবং অভিযুক্ত আসামী। তার বিরুদ্ধে এসএমপি‘র বিভিন্ন থানায় কমপক্ষে ২১ টি মামলা চলমান যার মধ্যে বেশ কয়েকটি মামলা বিচারাধীন এবং বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

র‍্যাব আরো জানায়, র‌্যাবের গোয়েন্দা নজরধারি ও তথ্যের ভিত্তিতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়। অবশেষে শনিবার রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে মাহবুবকে আটক করা হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com