সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৫
সুরমা মেইল ডটকম : ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে এসে পৌছেঁছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
শনিবার বেলা পৌনে ১টায় দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছান তিনি। এসময় রাষ্ট্রপতি স্বাগত জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত চৌধুরীর ছোট ভাই ডা. মোমেন প্রমুখ।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসলেন তিনি। সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে।
এরপর সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকালে তিনি ঢাকায় ফিরবেন।
Design and developed by ওয়েব হোম বিডি