সিলেট ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৫
সুরমামেইল. বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার রাতে বেশ কিছু ছবি পোস্ট দিয়ে সিলেট ভ্রমণের বর্ণনায় সেখানে লিখা হয়েছে, ‘যেখানেই যাই, নিঃশ্বাসে কিছু সবুজ জমা চাই! আফটার অল ইকো-ফ্রেন্ডলি ব্যান্ড বলে কথা!’
সম্প্রতি একটি পারিবারিক কনসার্টে অংশ নিতে সুমি ও ব্যান্ডের অন্য সদস্যরা সিলেট গিয়েছিলেন। সেখানে তাদের ঠিকানা ছিলো শাহপরান উপশহরের রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। দুই দিনের সেই সফরে সিলেটের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে তাদের। আর নিজের ব্যস্ততম শহর রাজধানী ঢাকায় ফিরে এসেও চলছে সেই সুখ স্মৃতিদের রোমন্থন! তারই প্রমাণ মিললো ব্যান্ডটির অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেজের ছবিসহ স্ট্যাটাসে।
আরো লেখা হয়েছে, ‘সিলেটের অসাধারণ এক রিসোর্ট শুকতারা নেচার রিট্রিট। খুব শর্ট; একটা পারিবারিক কনসার্টে গাইতে সিলেট গিয়ে ছিলাম এখানেই। সত্যিই অসাধারণ, অদ্ভুত এক জায়গা নিজেদের মত করে কিছু সবুজ, অবসর কাটানোর জন্য। সাথে সৌভাগ্যক্রমে বাড়তি পাওনা ছিল শুকতারার কর্ণধার, জারিনা আন্টি আর মুরাদ আঙ্কেলের অসম্ভব আন্তরিক আপ্যায়ন
কি সুন্দর যত্ন আর মমতায় তারা দুজন মিলে নিখুঁত রিসোর্টটা বানিয়েছেন! স্বপ্নের মত দুটো দিন কাটলো। থ্যাঙ্ক ইউ জোহাদ (নেমেসিস) এবং মাহরিনকে ওয়ার্ম ওয়েলকামের জন্য। আবার আসবো, সন্দেহ নেই।
সাথে ঘুরলাম লালাখাল আর টুকটাক এদিক-ওদিক। তার কিছু মুহূর্ত শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। সবার জন্য শুভ কামনা।’
সিলেটে এসে মুগ্ধ শারমিন সুলতানা সুমির এই দল চিরকুট।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি