সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
সুরমা মেইল নিউজ : মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টি কেন্দ্রীয় ও সিলেট জেলা মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। পার্টির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারি জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যালয় জনতা ভবনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দিনব্যাপি কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।অলোচনা সভায় সভাপতিত্ব করবেন পার্টির চেয়ারম্যান এডবোকেট নুরুল ইসলাম খান। স্বাগত বক্তব্য রাখবেন সাধারন সম্পাদক মুজিবুর রহমান হিরু। এতে দলীয় নেতাকর্মী ও শুভানুদ্ধায়ী সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।এদিকে ওসমানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটির কর্মসূচী জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানীর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বাদ যোহর ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিকেল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মী ও ওসমানী অনুসারীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন জেলা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মতিন চৌধুরী ও মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী।
Design and developed by ওয়েব হোম বিডি