সিলেটে ওসি হত্যা মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ২

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক এবং ডাকাতি মামলার আরেক আসামীসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- উপজেলার পূর্ব তিলাপাড়া গ্রামের এবাদ উল্যার ছেলে ৩টি ডাকাতির মামলার পলাতক আসামী জিয়াউল হক (২৬) এবং এওলাতৈল গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলার পলাতক আসামী সুজন উদ্দিন (২৩)।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বলেন, বিকালে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com