সিলেটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ ১৪ বছরের সশ্রম কারাদন্ড

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৬

সিলেটে কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপ  ১৪ বছরের সশ্রম কারাদন্ড

acid copy
সুরমা মেইল নিউজ : সিলেট দক্ষিন সুরমায় কলেজ ছাত্রীকে এসিড নিক্ষেপের মামলায় মো. লায়েক আহমদ (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। আজ সোমবার দুপুরে এ রায় দেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। দন্ডপ্রাপ্ত লায়েক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তবারক আলীর ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল খালিক। মামলা সূত্র জানা যায়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে একই গ্রামের তৈমুছ আলীর মেয়ে ও স্থানীয় নুরজাহান মহিলা কলেজের স্নাতক শ্রেণীর ছাত্রী লাকি বেগমের শরীরে এসিড নিক্ষেপ করেন লায়েক। ঘটনার পরদিন (২৬ ফেব্রুয়ারি) তৈমুছ আলী বাদী হয়ে সিলেট মহানগরীর মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ শিকদার ২০১২ সালের ৯ এপ্রিল লায়েক আহমদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, দীর্ঘ শুনানি ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com