সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতের জন্য প্রস্তুত সিলেটের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ। ইতোমধ্যে বিভিন্ন ঈদগাহ ও মসজিদ কমিটি জামাতের সময়সূচি নির্ধারণ করেছে।
সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবারের ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
একই সময়ে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরাণ (র.) দরগাহ মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। সিলেট জেলা প্রশাসক কালেক্টরেট মাঠে, সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, ডাক বাংলা রোডের নবাবী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত। দারুস সালাম মাদ্রাসায় ৮টায় ও জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদ্রাসায় সাড়ে ৭টায়। দক্ষিণ সুরমার বরইকান্দি ঈদগাহ ময়দানে সকাৃল ৯টায়। পশ্চিম পীরমহল্লা জামেয়া গৌসুল উলুম মাদ্রাসায় পৌনে ৮টায়।
এছাড়াও নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় ও ৯টায় ঈদের তিনটি জামায়াত অনুষ্ঠিত হবে।
Design and developed by ওয়েব হোম বিডি