সিলেটে খাদিমপাড়ায় খ্রিস্টান মিশনের যাজককে হত্যার হুমকি

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৫

সিলেটে খাদিমপাড়ায় খ্রিস্টান মিশনের যাজককে হত্যার হুমকি

Killsm

 

সুরমা মেইল : সিলেট শহরতলির খাদিমপাড়া খ্রিস্টান মিশনের বিশপ  ডি ক্রুজকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে তার মুঠোফোনে পাঠানো ক্ষুদেবার্তায় এ হুমকি দেয়া হয়।

এ ঘটনায় বুধবার বিশপ ডি ক্রোজ সিলেট শাহ্পরান থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১০৫২) করেছেন তিনি।

খ্রিস্টানদের সিলেট বিভাগীয় বিশপ সদর উপজেলার খাদিমপাড়াস্থ সুরমা গেইটের বিশপ ভবনে বিজয় ডি ক্রোজ ওএমআই বসবাস করেন। মঙ্গলবার সন্ধ্যায় তাকে হত্যার হুমকি দিয়ে মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ডি ক্রোজ এন্ডি ক্রোশকে হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়। হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com