সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৬

সিলেটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

images (1)সুরমা মেইল নিউজ  : সিলেটের জৈন্তাপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সবিতা রাণী বিশ্বাস (২৩) নামের ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সবিতার মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ সবিতার স্বামী কিরণ চন্দ্র বিশ্বাস বাবুসহ তার পরিবারের চার সদস্যকে আটক করেছে। শনিবার সকালে পুলিশ জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ি আলুবাগান গ্রামের স্বামীর বাড়ি থেকে সবিতার লাশ উদ্ধার ও স্বামীসহ চারজনকে আটক করে। আটক অন্য তিনজন হলেন, সবিতার শ্বশুর শ্যাম চন্দ্র বিশ্বাস, শাশুড়ী পুতুল রাণী বিশ্বাস ও স্বামীর ভাই সুমন চন্দ্র বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে শুক্রবার সবিতাকে কয়েক দফা মারধর করে স্বামী কিরণ। রাত ১০টার দিকে কিরণের পরিবার প্রতিবেশীদের জানায় সবিতা ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ শনিবার সকাল সাড়ে ৯টায় সবিতার লাশ উদ্ধার করে এবং স্বামীসহ পরিবারের চার সদস্যকে আটক করে।জৈন্তাপুর থানার এসআই শাহেদ আহমদ জানান, সুরতহাল প্রতিবেদনের সময় সবিতার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যু রহস্য উদঘাটন করতে জিজ্ঞাসাবাদের জন্য সবিতার স্বামী, শ্বশুর-শাশুড়ীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সবিতার বাবা কুমোদ বিশ্বাস মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান এসআই শাহেদ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com