সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটে নগরীর শামীমাবাদে গ্রুপ বদল করা এক ছাত্রলীগ কর্মীর উপর হামলা চালিয়ে নিজ দলের নেতাকর্মীরা। আহত ছাত্রলীগ কর্মী কাজী হাবিব সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গেইটের সামনে এ ঘটনা ঘটে। আহত কাজী হাবিবকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, সিলেট ইন্টারন্যাশল ইউনিভার্সিটির বিবিএ ৪র্থ বর্ষের শিক্ষার্থী কাজী হাবিব দীর্ঘ দিন থেকে শামীমাবাদের ছাত্রলীগ নেতা সাগরে গ্রুপের সঙ্গে ছিল। কিন্তু গত কয়েক দিন আগে সে সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের চলে যায়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কাজী হাবিবের উপর হামলা করেন সাগর অনুসারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজ দলের নেতাকর্মীরা ধারালো অস্ত্র দিয়ে হাবিবকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান। তবে বিষয়টি অস্বীকার করে সাগর বলেন, ‘ছাত্রলীগ কর্মী আমার গ্রুপ করে। তার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এসেছিল। তাই আজ বিষয়টি মিমাংসা করার জন্য ইন্টারন্যাশনেল ইফনিভাসির্টির সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেয়। এ সময় হাবীব উত্তেজিত হয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে মারধর করেছে।’
Design and developed by ওয়েব হোম বিডি